Saturday, December 7, 2024
Latest Newsদেশফিচার নিউজ

চাল-ডাল-আলু-পেঁয়াজ আর অত্যাবশ্যক পণ্য নয়! সংসদে বিল পাশ করল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি সংক্রান্ত আরও একটি বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। সাড়ে ছ’দশকের অত্যাবশ্যকীয় পণ্য আইনে‌ সংশোধনী পাশ করিয়ে নিল সরকার পক্ষ। চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলবীজ, ভোজ্য তেলের মতো কৃষিপণ্যকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে এই বিলে।

গত ১৫ সেপ্টেম্বর লোকসভায় পাশ হওয়ার পর আজ, মঙ্গলবার রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয়ে যায় এই বিল। রাষ্ট্রপতির সইয়ের পর বিল আইনে পরিণত হলে, এই সব কৃষিপণ্যের উপর আর নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। উঠে যাবে পণ্য মজুতের ঊর্ধ্বসীমাও। সরকার পক্ষের দাবি, নয়া আইনের জেরে দেশি-বিদেশি বড় সংস্থার বিনিয়োগ আসবে কৃষি ক্ষেত্রে।

 

Leave a Reply

error: Content is protected !!