দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুকুল রায়কে সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি পদে নিয়োগ করলেন বর্তমান বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। মনে করা হচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গত বছর বিজেপি সভাপতি পদের দায়িত্ব পান জে পি নাড্ডা। তার পর বিজেপির সাংগঠনিক নির্বাচন হয়। কিন্তু নতুন কমিটি গঠন বাকি ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় তা আরও পিছিয়ে যায়। অবশেষে সেই কমিটি এদিন ঘোষণা হল।
নতুন কমিটিতে ছত্তীসগড় ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংহ ও বসুন্ধরা রাজে সহ মোট ১২ জন প্রবীণ নেতা নেত্রীকে সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মুকুল রায়।