Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিমরা সম্প্রীতির ঠিকাদার! শিব মন্দিরের জন্য পৈতৃক ভিটে দান করলেন হাজি আসিম আলি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এ দেশের মুসলিমরা যেন সম্প্রীতির ঠিকাদারে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের সম্প্রীতি রক্ষার কাজে এগিয়ে আসতে দেখা যায়। এবারের জায়গা উত্তরপ্রদেশের মিরাট। যেখানে শিব ঠাকুরের মন্দিরের জন্য পৈতৃক জমির দলিল তুলে দিল এক মুসলমান পরিবার।

হাজি আসিম আলি নামের এক ব্যক্তি জমির দলিল তুলে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষের হাতে। ১৯৭৬ সালে তাঁর কাকা কাসিম আলি মৌখিকভাবে মন্দির তৈরির জন্য ইন্দ্রনগরে তাদের বাড়ির প্রায় ১৮০০ বর্গ ফুট জমি তুলে দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষের হাতে। যা অর্ধেক একর জমির কিছুটা কম।

কাসিমের মৌখিক কথার জেরে প্রায় ২৫ বছর আগে শাহনাথন মহল্লায় তৈরি হয়েছিল শিব মন্দিরটি। তবে এতদিন বিভিন্ন জটিলতায় মন্দির কমিটির হাতে ছিল না জমির দলিল। সেই ব্যবস্থাপনা নিশ্চিত করে তাদের হাতে জমির যাবতীয় কাগজ তুলে দিয়েছেন হাজি। মন্দির কর্তৃপক্ষ পরিকল্পনা করছে, হাজিদের পরিবারের জমিদানের বিষয়টা সকলকে জানাতে তাদের নামের ফলক মন্দির চত্বরে স্থাপন করা হবে।

 

Leave a Reply

error: Content is protected !!