Tuesday, September 17, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অসমে মুসলিমদের ‛উচ্ছেদ ও হত্যা’, মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে সাক্ষাৎ জামাআতের প্রতিনিধি দলের

দরং, ২৭ সেপ্টেম্বর: জামাআতে ইসলামি হিন্দ, জমিয়তে উলেমায়ে হিন্দ এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া–এর জাতীয় ও রাজ্য নেতাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ প্রতিনিধি দল অসম সফর করেছে। তথাকথিত জোর পূর্বক উচ্ছেদ এবং পরবর্তীতে পুলিশের গুলিবর্ষণের ফলে দরং জেলার ঢোলপুরে দুই ব্যক্তির মৃত্যুর কারণে সারা দেশ ক্ষোভে ফেটে পড়েছে‌। এই ‛রাষ্ট্রীয়’ খুনের বিচার চেয়ে এআইইউডিএফ–এর বিধায়কদের সঙ্গে এই যৌথ প্রতিনিধি দল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দরং জেলার ম্যাজিস্ট্রেট মিসেস প্রভাতি থাওসেন এবং দরং এসপি সুশান্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেন।

অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনায় প্রতিনিধি দলটি উচ্ছেদ, পুলিশি সহিংসতা এবং উচ্ছেদের নিষ্পত্তির বিষয়টি উত্থাপন করেন। সহযোগিতার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পরিদর্শন করতে, প্রয়োজনীয়তাগুলি মূল্যায়ন করতে এবং তাৎক্ষণিক কী ব্যবস্থা নিতে পারবেন তা জানান। সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জেআইএইচ এবং জেইউএইচকে ত্রাণ কাজ শুরু করার আহ্বান জানান।

প্রতিনিধি দলটি সোমবার ঢোলপুরে ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেয়। এর আগে দরং ডিএম প্রভাতি থাওসেনের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দল দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপস্থাপন করে। ডিএম এই ঘটনায় আন্তরিকতার সঙ্গে দুঃখ ও বেদনা প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কমিউনিটির নেতাদের সাহায্য চেয়েছেন।

এই প্রতিনিধি দল মৃতদেহ পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং বাস্তুচ্যুত পরিবারগুলোকে দ্রুত জমি বরাদ্দের দাবি জানায়। প্রভাতি থাওসেন তাদের আশ্বাস দিয়েছেন, যথাযথ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষ প্রমাণিত হলেই ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। রোগীদের আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। জমি বরাদ্দ শুধুমাত্র সঠিক পদ্ধতির মাধ্যমে করা হবে যাতে সময় লাগবে। এই সময় পর্যন্ত তাদের অস্থায়ী জমি দেওয়া হয়েছে‌ এখন পর্যন্ত তাদের জন্য জলের সুবিধা, টয়লেট এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে‌।

জামাআতের প্রতিনিধি দল দরং পুলিশ সুপার সুশান্ত শর্মার সঙ্গেও দেখা করে। এসপি আত্মপক্ষ সমর্থন করে বলেন, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল। তবে নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে পুলিশি শক্তির অসম ব্যবহার ছিল। এটি অন্যায্য এবং অমানবিক। সেখানে পুলিশের আরও সংযমের প্রয়োজন ছিল। এসপি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন যে তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। জামাআতে ইসলামি হিন্দের সহ-সভাপতি এস আমিনুল হাসান এবং এর জাতীয় সম্পাদক শফি মাদানি এই দলের প্রতিনিধিত্ব করেন। এসআইওর সর্বভারতীয় সভাপতি মুহাম্মদ সালমানও প্রতিনিধি দলের অংশ ছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!