Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সরকার যেন গুটিয়ে খোলসের মধ্যে আশ্রয় নিয়েছে, অর্থনীতি নিয়ে খোঁচা রঘুরাম রাজনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জিডিপি সংকুচিত হয়েছে ২৩.৯ শতাংশ হারে, সরকারি তথ্যেই বেরিয়ে এসেছে অর্থনীতির কঙ্কাল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের ধারণা, মনে হচ্ছে, সরকার এই পরিস্থিতিতে গুটিয়ে খোলসের ভিতরে আশ্রয় নিয়েছে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সরকার ও তার আমলারা যেন আত্মসন্তুষ্টিতে না ভোগে। বর্তমান পরিস্থিতিতে ভয়ের যথেষ্ট কারণ আছে। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এখনই রিলিফ ঘোষণা করতে হবে। না হলে অর্থনীতির বিকাশ ধাক্কা খাবে ভীষণভাবে।

রঘুরাম রাজনের মতে, “ভারতের অর্থনীতি উঁচু হারে বিকশিত হওয়া চাই। তবেই তরুণদের আশা-আকাঙ্খা মেটানো যাবে। শত্রুভাবাপন্ন প্রতিবেশীকেও পরাস্ত করা যাবে।” সরকারের সমালোচনা করে রাজন বলেন, “সরকার এখন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরও বড় পদক্ষেপ নিচ্ছে না। তারা সম্পদ জমিয়ে রাখছে। ভাবছে, আগামী দিনে বড় উৎসাহদান প্রকল্প ঘোষণা করা যাবে। এই কৌশলে কাজ হবে না।”

Leave a Reply

error: Content is protected !!