Tuesday, October 8, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এই দুর্বিপাক দেবতার নয়, এই দুর্বিপাক কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনার! কটাক্ষ নির্মলার স্বামীরই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিরোধীরা কটাক্ষ করছিলেন। এ বার অর্থনীতির দুর্দশার দায় ভগবানের ঘাড়ে চাপানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তাঁর স্বামীই কটাক্ষ করলেন। নিৰ্মলার দাবি ছিল, করোনা ঈশ্বরের মার। আর এই দৈবদুর্বিপাক বা অ্যাক্ট অফ গডের জন্যই দুর্দশাগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি। কিন্তু নির্মলার সেই যুক্তি এবার খারিজ করে দিলেন তাঁরই স্বামী পরকলা প্রভাকর। তিনি বলছেন, এই দুর্বিপাক দেবতার নয়, এই দুর্বিপাক কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনার। নিজেদের চিন্তাভাবনার দৈন্যতার দায় ঈশ্বরের উপর চাপানোর চেষ্টা করছে কেন্দ্র।

নির্মলার স্বামী পরকলা প্রভাকর নিজেও নামকরা অর্থনীতিবিদ। তবে বর্তমানে রাজনৈতিকভাবে বিজেপির বিরোধী শিবিরেই আছেন। গত অক্টোবরে প্রভাকর অভিযোগ করেছিলেন, অর্থনীতিতে ঝিমুনি ধরলেও সরকার তা অস্বীকার করছে। এদিন তিনি বলেন, ‘‘আসল ‘দৈবদুর্বিপাক’ হল, দেশের অর্থনীতির চ্যালেঞ্জের মোকাবিলায় সরকারের সুসংহত ভাবনাচিন্তার অভাব। কোভিড তো দেরিতে এসেছে। আমি ২০১৯-এর অক্টোবরেই বলেছিলাম যে সরকার (অর্থনীতির ঝিমুনি) অস্বীকার করছে। জিডিপি-র ২৩.৯ শতাংশ সঙ্কোচনে সেটা ঠিক প্রমাণিত হল।’’

 

 

Leave a Reply

error: Content is protected !!