দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহে সব ধর্মীয় স্থান বন্ধ ছিল। তবে তা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। ৫ মাস বন্ধ ছিল হযরত নিজামুদ্দিন দরগাহ। তবে সুফি সাধক প্রেমীদের কাছে খুশির খবর যে নিজামুদ্দিন দরগাহ খুলে যাচ্ছে।
তবে নিজামুদ্দিন দরগাহ এখনই খুলে গেলেও করোনার জন্য কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এখনই শুরু হবে না সন্ধ্যায় কাওয়ালি। দরগাহে বসে সময় কাটানো যাবে না। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার, হযরত নিজামুদ্দিন আউলিয়া ও আমির খুসরোর কবর স্পর্শ করা যাবে না। ভক্তরা যাতে এই বিধি নিষেধ সুষ্ঠুভাবে মেনে চলেন, তাই দরগাহে চত্বরে চিহ্ন দেওয়া থাকবে এবং এক এক করে প্রবেশ করানো হবে।
দরগাহের এক তত্ত্বাবধায়ক নাজিম নিজামি বলেছেন, “আমরা প্লাস্টিকের চাদর দিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া ও আমির খুসরোর কবর ঢেকে দিয়েছি, যাতে মানুষ স্পর্শ করতে না পারে। কেননা স্পর্শের ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। বিপুল জনপ্রিয় কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হবে না।