Sunday, April 14, 2024
ফিচার নিউজরাজ্য

মোবাইল ঘাঁটতে ব্যস্ত নার্স, শ্বাসকষ্টে ছটফট করে মরল রোগী!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শ্বাসকষ্টে ছটফট করছেন মহিলা। ছটফট করতে করতে মারাও গেলেন রোগী। কিন্তু হুঁশ নেই নার্সের। তিনি তখন ব্যস্ত মোবাইল ঘাঁটাঘাঁটিতে। কর্তব্যরত নার্সের গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। রোগীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শনিবার সকালে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

মৃত রোগীর মেয়ে প্রিয়ার অভিযোগ, রোগী সকালে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করেন। ওয়ার্ডে সেই সময় একজন নার্স ছিলেন। তিনি নাকি বসে বসে মোবাইল দেখছিলেন। চিৎকার করে তাঁকে ডাকলেও তিনি পাত্তা দেননি। মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন সারাক্ষণ। বৃহস্পতিবার ভোররাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি হয়েছিলেন মমতা ঘোষ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!