দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহে গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল রাজ্য খাদ্য দফতর। ডিজিটালাইজেশনের দিকে একধাপ এগোল পশ্চিমবঙ্গ। ই–পিওএস মেশিনে আঙুল ছুঁইয়ে বা ডিলারের হাতে রেশন কার্ড দিয়ে রেশন তুলতে হয় গ্রাহকদের। আর তাতে স্বাভাবিকভাবেই থেকে যায় সংক্রমণের ভয়।
জানা গিয়েছে, গ্রাহকদের আর দোকানে রেশন কার্ড নিয়ে যেতে হবে না। শুধু মোবাইল নিয়ে গেলেই হবে। রেশন সামগ্রী নিতে হলে গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি। আর দোকানে সেটি দেখালেই মিলবে রেশন। রাজ্যে ৭ কোটিরও বেশি রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।
রাজ্য খাদ্য দফতরের এক আধিকারিক জানান, রেশন গ্রাহকদের আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ করার কাজ বেশ কয়েকদিন ধরেই চলছে। সে ভাবেই ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি থাকা গ্রাহকদের আধার নম্বরের পাশাপাশি মোবাইল নম্বর সংযুক্তিকরণ দ্রুত করতে চাইছে সরকার।