Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

“৩৭০ ধারা বাতিল সম্পূর্ণ অসাংবিধানিক” , মেহবুবাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য পি চিদম্বরমের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কাশ্মীরের বিশেষ মর্যাদা তথা ৩৭০ ধারা বাতিল করে মোদী সরকার। তখন থেকেই মোদী সরকারের প্রতি তীব্র ক্ষিপ্ত কাশ্মীরের জনগণ। ইতিমধ্যেই ৩৭০ ধারা ফেরানোর দাবিতে একজোট হয়েছে মেহবুবারা। এবার ৩৭০ ধারা ফেরানোর দাবিতে এবার সরব হল কংগ্রেস। কাশ্মীরের নয়া জোটের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দাবি, “৩৭০ ধারা বাতিল সম্পূর্ণ অসাংবিধানিক।”

পি চিদাম্বরম টুইটার হ্যান্ডেলে লেখেন, “কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার মোদি সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানো ও বাসিন্দাদের অধিকারের লড়াইকে সমর্থন করি।” পাশাপাশি, কাশ্মীরের আঞ্চলিক দলগুলির একজোট হওয়ার বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তিনি। চিদম্বরমের অভিযোগ, “বিজেপি স্রেফ মূলস্রোতের রাজনীতি দেখছে, কাশ্মীরের মানুষের কথা ভাবছে না।”

কংগ্রেস নেতার এই টুইটের পর ঝাঁজালো আক্রমণ শানায় বিজেপিও। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা টুইট করে কংগ্রেসের অবস্থানকে ‘লজ্জাজনক’ বলে কটাক্ষ করেন।

 

Leave a Reply

error: Content is protected !!