দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আসন্ন রমজান মাসের প্রথম দিন আল-আকসা মসজিদ অভিমুখে লং-মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। নিজ আহ্বান ইসমাইল জানিয়েছেন, “আল-আকসা মসজিদ ও গাজা উপত্যকার ওপর আরোপিত ইসরায়েলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দু’টি অবরোধ একই সূত্রে গাঁথা।”
সম্প্রতি ইসরায়েলের উগ্র স্বরাষ্ট্রমন্ত্রী বেন গাভির ঘোষণা দিয়েছেন, আসন্ন রমজান মাসে ‘নিরাপত্তাগত কারণে’ মুসলমানদের আল-আকসা মসজিদে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। তার এ ঘোষণার পরই কাতার-প্রবাসী হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া লং-মার্চ করার আহ্বান জানালেন। চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে ফিলিস্তিনে আগামী ১০ অথবা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে।