দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অর্থনীতির চাকা ঘোরাতে অদ্ভুত যুক্তি দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কোলাপুরী চপ্পল বেচে কী ভাবে সাত হাজার ৫০০ কোটি টাকার বাণিজ্য করা যায় তার ব্যাখ্যা দিয়েছেন রেলমন্ত্রী। আর যা নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
তাঁর কথায়, শুধু কোলাপুরী চপ্পল বেচেই সাড়ে সাত হাজার কোটি টাকার বাণিজ্য হতে পারে। তার জন্য লাগবে অভিনব ভাবনা। কী সেই ভাবনা? পাঁচতারা হোটেলের প্রতিটি ঘরের আলমারিতে থাকবে কোলাপুরী চপ্পল। যাঁরা সেখানে থাকতে আসবেন, তাঁদের পছন্দ হলে তা কিনে নিতে পারবেন। আর এতে করেই নাকি সাড়ে সাত হাজার কোটি টাকার বাণিজ্য সম্ভব।
সংবাদসংস্থা এএনআইকে পীযূষ গোয়েল একথা বলেছেন। তাঁর এহেন মন্তব্যের পর কার্যত বিদ্রুপের বন্য বইছে সোশ্যাল মিডিয়ায়। ফিল্ম মেকার রাকেশ শর্মা লিখেছেন, “দারুণ আইডিয়া! তাহলে কেন পাঁচতারা হোটেলের রিসেপশনে এক কেজি বিকানের ভুজিয়ার প্যাকেট রাখা হবে না? চেকআউট করার সময় হোটেলে আসা প্রত্যেকের জন্য সেটা কেনা বাধ্যতামূলক করে দেওয়া হোক। তাহলেই পাঁচ থেকে ১০ হাজার কোটি টাকার ব্যবসা করা সম্ভব।”