Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

আজ রাতে চাঁদের মাটিতে নামছে ‛চন্দ্রযান ২’, দেখবেন মোদী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ মধ্যরাতে চাঁদের বুকে অবতরণ করবে ‘চন্দ্রযান ২’। টানটান উত্তেজনায় ভরা এই অভিযান লাইভ দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে বাছাইকৃত কিছু স্কুল শিক্ষার্থীও থাকবে বলে খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযানের অবতরণ দেখবে প্রায় ৭০ জন ছাত্র।

সূত্রের খবর অনুযায়ী, আজ মধ্যরাতে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা রয়েছে এই মহাকাশ যানের। এটি সফলভাবে বাস্তবায়িত হলে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি প্রথম পৌঁছানোর ইতিহাস গড়বে ভারত। সেই ইতিহাসের সাক্ষী হতে ইসরোর নিয়ন্ত্রণ কক্ষ থেকে তা দেখবেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

error: Content is protected !!