Tuesday, October 8, 2024
দেশফিচার নিউজ

মোদী সরকারকে সুপ্রিম নোটিশ, ‘ইউএপিএ’ সংশোধনী খতিয়ে দেখবে শীর্ষ আদালত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইউএপিএ সংশোধনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে আজ কেন্দ্রীয় সরকারকে নোটিস ধরিয়েছে সুপ্রিমকোর্ট। নোটিশে জানানো হয়েছে অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইন (ইউএপিএ) পর্যালোচনা করবে সুপ্রিমকোর্ট।

জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন সমাজকর্মী সজল অবস্থী। দায়ের করা আবেদনে বলা হয়, নয়া আইনটি মৌলিক অধিকারের পরিপন্থী এবং ব্যক্তির অধিকার লঙ্ঘন করে। ওই আইন প্রয়োগ করে কোনও ব্যক্তিকে ‘সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করে তাঁকে গ্রেফতার করার আগে তাঁর আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ নেই।

জনস্বার্থ মামলায় আরও বলা হয়, এ ধরণের আইন সংবিধানের ‘মূল নীতিগুলো’ লঙ্ঘন করেছে। এটি সংবিধানের ১৪, ১৯ ও ২১ ধারার বিরোধী। সংশোধিত নয়া আইনে সরকার ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।

Leave a Reply

error: Content is protected !!