দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিনেমার মাধ্যমে গান্ধীজির আদর্শকে ছড়িয়ে দিতে হবে কোটি কোটি ভারতবাসীর মধ্যে। শাহরুখ-আমিরদের পাশে নিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় বলিউড তারকাদের সঙ্গে এবিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল চাঁদের হাট।
এদিন সন্ধ্যায় বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে পারফেকশনিস্ট আমির খান, কঙ্গনা রানাওয়াত, একতা কপূর, অশ্বিনী আইয়ার তিওয়ারি, করণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, সোনম কপূর, অনুরাগ বসু, ইমতিয়াজ আলি-সহ হাজির ছিল অনেক নামী দামি তারকাই।
মোদীর কথায়, মহাত্মা গান্ধীর আদর্শকে শিরা-উপশিরায় অনুভব করুক গোটা দেশ। পরিবর্তন আসুক চিন্তাধারায়, চলার পথে, ব্যবহারে-আচরণে, সার্বিক সত্তায়। তবেই আসবে অন্তরাত্মায় বদল। মোদী বলেন, “সিনেমা ও টেলিভিশন জগতের ব্যক্তিত্বরা মহাত্মা গান্ধীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। আগামী দিনেও তাঁরা সকলকে এই বার্তা দিন এটাই আমাদের লক্ষ্য।”
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন