Saturday, July 27, 2024
দেশফিচার নিউজ

অনাহার, অপুষ্টির ভারত যক্ষ্মাতেও শীর্ষে, রোগ ছড়াচ্ছে মহামারীর মতো – রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুধু অনাহার বা অপুষ্টি না, এইবার যক্ষ্মা রোগীর সংখ্যায় এবং রোগের বাড়বাড়ন্তে বিশ্বের শীর্ষস্থান দখল করল ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ একটি রিপোর্টে বলেছে, বিশ্বের এক কোটি যক্ষ্মা রোগীর ২৭ শতাংশেরই বাস ভারতে।

যক্ষ্মা নামক মারণব্যধিটাকে ২০২৫ সালের মধ্যে ভারত থেকে শিকড়সমেত উপড়ে ফেলার সরকারি লক্ষ্য স্থির করা হয়েছিল। কিন্তু গত ২০১০ সাল থেকে যক্ষ্মা রোগীর সংখ্যায় বিশ্বের শীর্ষস্থান দখল করে বসে আছে ভারত। একচুলও টলানো যায়নি তাকে।

ভারতের পরেই যক্ষ্মা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে চিন। বিশ্বে ৯ শতাংশ যক্ষ্মা রোগীর ঠিকানা এখানেই। ইন্দোনেশিয়া, যেখানে এই হার ৮ শতাংশ, পাকিস্তানে ৬ শতাংশ, বাংলাদেশে ৪ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ৩ শতাংশ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!