Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যত দোষ তবলীগ জামাতের! এদিকে বিজেপির কলস যাত্রায় ‛শিকেয়’ সোশ্যাল ডিস্টেন্সিং

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন শুরুর সময়ের কথা। দেশে করোনা ছড়ানোর জন্য দায়ী করা হয়েছিল তবলীগ জামাতের কর্মীদের। অভিযোগ উঠেছিল, সোশ্যাল ডিস্টেন্সিং না মেনে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে জমায়েত করেছিল তবলীগীরা। সেসময় বিজেপি কর্মীরা সোশ্যাল সাইট উত্তাল করে তুলেছিলেন। কিন্তু এখন সেসব ভুলে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিংকে শিকেয় তুলে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বিজেপি।

ইন্দোরে আসন্ন উপনির্বাচনে প্রার্থী তুলসী সিলাওয়াতের সমর্থনে কলশ যাত্রা করল বিজেপি। তুলসী সিলাওয়াত সানওয়ের বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। কিছুদিনের মধ্যে ২৭টি আসনে উপনির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই জনসমর্থন জোগাড় করতে মরিয়া বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রী যখন নিজে বারবার দুই গজের দূরত্ব বজায় রাখতে বলছেন, তখন তাঁর কথাকে উপেক্ষা করে এমন রাজনৈতিক অনুষ্ঠান করা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন থেকেই যায়।

 

 

Leave a Reply

error: Content is protected !!