দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা অতিমহামারীর মোকাবিলায় গত মার্চ মাসে তৈরি হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অফিসের এক অফিসার জানালেন, ওই তহবিল তৈরি হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাতে দান করেছিলেন ২ লক্ষ ২৫ হাজার টাকা।
বুধবার জানা গিয়েছিল, গত ২৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে পিএম কেয়ার্স ফান্ডে জমা পড়েছে ৩ হাজার ৭৬ কোটি টাকা। সরকারি এক অডিট রিপোর্ট থেকে একথা জানা গিয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের মধ্যে থেকে অনুদানকারীরা দিয়েছেন ৩ হাজার ৭৫ কোটি ৮৫ লক্ষ টাকা। বিদেশ থেকে অনুদান এসেছে ৩৯ লক্ষ ৬৭ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর অফিসের ওই অফিসার বলেন, “প্রধানমন্ত্রী আগেও বহু ক্ষেত্রে দান করেছেন। শিশুকন্যাদের কল্যাণে, গঙ্গা নির্মল করার প্রকল্পে এবং পিছিয়ে পড়া মানুষজনের প্রয়োজনে অতীতে তিনি অনুদান দিয়েছেন। এখনও পর্যন্ত তিনি যে অর্থ দান করেছেন, তার পরিমাণ ১০৩ কোটি টাকার বেশি।”