Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন কৃষকরা, কৃষি বিল ইস্যুতে ট্যুইট রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি বিল নিয়ে তীব্র চাপে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। গেরুয়া শিবিরের এক জোটসঙ্গী পাঞ্জাবের শিরোমনি অকালি দল ইতিমধ্যেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন একমাত্র সদস্য হরসিমরত কৌর বাদল। এর মধ্যেই আবার দেশের বাইরে থেকেই কৃষি বিল ইস্যুতে ট্যুইটে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার কৃষি বিল বিষয়ে ট্যুইটারে তাঁর খোঁচা, দেশের কৃষকরা মোদি সরকারের উপর থেকে বিশ্বাস হারিয়েছেন।

রাহুল তাঁর ট্যুইটে  দাবি করেছেন, শুরু থেকেই বিজেপি সরকারের কথা ও কাজে ফারাক লক্ষ্য করা গিয়েছে। নোটবন্দি, জিএসটি কার্যকর করা কিংবা ডিজেলের উপর চাপানো মোটা অঙ্কের করের প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, এই কারণেই কৃষকরাও এই সরকারের উপর থেকে ভরসা হারিয়েছেন।

তাঁর আরও দাবি, কৃষকরা জানেন যে মোদি সরকার তার ‘মিত্র’-দের ব্যবসাবৃদ্ধি ঘটাবে। পাশাপাশি কৃষকদের রুটি-রুজির উপরে আঘাত হানবে। যার ফলে নয়া কৃষি বিল ইস্যুতে রীতিমতো চাপে রয়েছে বিজেপি।

Leave a Reply

error: Content is protected !!