দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা-লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ট্রেন। এর মধ্যেই একাধিক ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কিন্তু ট্রেনের ভাড়া এবার কত হবে? এমনটাই প্রশ্ন দেখা দিচ্ছিল। দেশে বেসরকারি সংস্থা ট্রেন চালালে তারা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে পারবে। শুক্রবার একথা জানাল খোদ রেল বোর্ড। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব বলেছেন, ‘‘বেসরকারি সংস্থাগুলিকে ট্রেনের ভাড়া স্থির করার স্বাধীন অধিকার দেওয়া হবে। তবে একই রুটে এয়ার কন্ডিশনড বাস ও প্লেনও চলবে। ভাড়া নির্ধারণের সময় বেসরকারি সংস্থাগুলিকে সেকথা মাথায় রাখতে হবে।’’
উল্লেখ্য, গত জুলাইয়ে ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর ব্যাপারে বেসরকারি সংস্থাগুলির দৃষ্টি আকর্ষণ করে সরকার। চাওয়া হয়েছিল দরপত্র। ৩৫ বছরের লিজে এই পরিচালন ভার নিতে পারবে বেসরকারি সংস্থাগুলি। পাশাপাশি নয়াদিল্লি ও মুম্বইয়ের মতো বহু রেল স্টেশনের আধুনিকীকরণের দায়িত্বও বেসরকারি সংস্থাকে দেওয়ার ইচ্ছাও সেই সময় প্রকাশ করেছিল সরকার।