Saturday, December 7, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‛আন্না আন্দোলন’কে হাওয়া দিয়েছিল আরএসএস – ভূষণের স্বীকারোক্তিকে হাতিয়ার রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আন্না আন্দোলনের নেপথ্যে সংঘ পরিবার, ফের গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেপথ্যে যে আরএসএসের হাত ছিল, সম্প্রতি তা স্বীকার করে নিয়েছেন প্রশান্ত ভূষণ। এবার সেই স্বীকারোক্তিকে কাজে লাগিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী।

রাহুল বলেন যে, গণতন্ত্রকে ভুলুন্ঠিত করার জন্যই ও ইউপিএকে ক্ষমতাচ্যূত করার জন্যই আন্না আন্দোলন হয়েছিল। সেটা এখন স্বীকার করছেন আপের এক প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৯ সালে দ্বিতীয় বার ইউপিএ সরকার আসার পর তারা বড় ধাক্কা খায় ‛ইন্ডিয়া এগেন্সট করাপশন’ আন্দোলনের সময়। সেই শুরু, এখনও সেভাবে নিজেদের ঘর গুছিয়ে উঠতে পারেনি কংগ্রেস।

 

Leave a Reply

error: Content is protected !!