দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আক্রমণাত্মক সুরে তিনি জানিয়ে দিলেন, কাশ্মীর কোনও দিনই পাকিস্তানের ছিল না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অংশ। তাই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।
লাদাখের লেহ’তে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন রাজনাথ। তাঁর কটাক্ষ, ‛আমি পাকিস্তানের কাছে প্রশ্ন করতে চাই, জম্মু এবং কাশ্মীর কবেই বা পাকিস্তানের ছিল যে আপনারা এ নিয়ে কান্নাকাটি করেন?’ ডিফেন্স রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)-র পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।