Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল ছেড়ে আসা নেতাদের দলে নিতে অস্বীকার, বিদ্রোহ বিজেপির অন্দরে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিগত কিছুদিন ধরেই দলবদলের পালা চলছে রাজনৈতিক দল গুলোতে। সম্প্রতি তৃণমূল ছেড়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছেড়েছেন আসানসোলের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এর পর একে একে দলবদলের লাইন লেগেছে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের। কিন্তু জিতেন্দ্র সহ দলত‍্যাগ করা তৃণমূলের নেতাদের বিজেপিতে নিতে অস্বীকার করলেন গেরুয়া শিবিরের নেতারা। আর তাতেই বিজেপির অন্দরে শুরু হয়েছে তীব্র অন্তদ্বন্দ্ব।

জিতেন্দ্র তিওয়ারি বিজেপি-তে এলে তিনি মানতে পারবেন না৷ ফেসবুকে বার্তা দিয়ে তা স্পষ্ট করে দিলেন আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ আসানসোলের মানুষের উদ্দেশে করা ফেসবুকের ভিডিও পোস্টে বাবুল আরও দাবি করেছেন, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কোনও গোপন সমঝোতার পথে তিনি হাঁটেননি৷

জিতেন্দ্র তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়েছিলেন, যাঁরা এতদিন আসানসোলের বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছেন, যাঁরা কয়লা- বালির অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত, তাঁরা বিজেপি-তে এলে তিনি মন থেকে মেনে নিতে পারবেন না৷ ফেসবুকে ভিডিও পোস্ট করে সেই বার্তাই জোরাল ভাবে দিয়েছেন বাবুল৷ আসানসোলের বিজেপি কর্মী- সমর্থকদের উদ্দেশে বাবুল বলেছেন, ‘আপনাদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না৷’

এদিকে জিতেন্দ্র কে দলে নিতে অস্বীকার করেছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলও।

Leave a Reply

error: Content is protected !!