দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) মোদী সরকারকে নাগরিকত্ব আইন (সিএএ) আইনের বিরোধিতাকারী বন্দিদের মুক্তি দিতে বলেছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ওই কমিশন নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে বলেছে, ভারতের উচিত এই জাতীয় বন্দিদের মুক্তি দেওয়া যারা তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছিল।
মার্কিন কমিশন বলেছে, ‘কোভিড-১৯ সংকট চলাকালীন এমন খবর পাওয়া গেছে যে ভারত সরকার ‘সিএএ’-এর বিরোধিতা করা মুসলিম কর্মীদের গ্রেফতার করছে যার মধ্যে গর্ভবতী সফুরা জারগারও আছেন।’ মার্কিন কমিশন বিশেষত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগারকে গ্রেফতারের কথা উল্লেখ করেছে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ করার অভিযোগে গত ১০ এপ্রিল দিল্লি পুলিশ তাঁকে আটক করেছিল।