দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মাদক যোগে গ্রেফতার করা হল সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। পর পর তিন দিন জেরার পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে এনসিবি।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা মঙ্গলবার একথা জানিয়েছেন। জানা যাচ্ছে, তিনদিন ধরে এনসিবির বহু প্রশ্নের জবাব দিতে পারেননি রিয়া। অভিযুক্ত নায়িকার বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে রয়েছে যথেষ্ট প্রমাণ।
জানা যাচ্ছে আজই মেডিকাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে রিয়াকে। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের পরিচারক কেশব সহ মোট ৯ জন।