দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আরএসএস গত ৯০ বছর ধরে আক্রান্ত বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, সংগঠন তৈরির সময় থেকেই আক্রমণের মুখে কাটিয়েছে আরএসএস। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের অংশ হিসেবে নাগপুরে একটি বুথে ভোট দিতে যান মোহন ভাগবত। সেখানে ভোট দেওয়ার পর এসব মন্তব্য করেন তিনি।
সাভারকারকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব নিয়ে কংগ্রেস দাবি করেছে, সাভারকারকে ভারতরত্ন দেওয়ার দাবি আসলে আরএসএসের। এই প্রসঙ্গে ভাগবত বলেন, ‛আরএসএসকে আক্রমণ করা কিছু নতুন নয়, বিগত ৯০ বছর ধরেই সঙ্ঘ আক্রান্ত। এসব রাজনীতির অঙ্গ। তবে সমাজ এক এবং একই থাকবে।’ নির্বাচন নিয়ে সঙ্ঘের ভাবনা ব্যক্ত করেন ভাগবত বলেন, সঙ্ঘ চায় একশো শতাংশ ভোট পড়ুক।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন