Sunday, April 21, 2024
বিনোদন

রিমেক হচ্ছে ‛কুলি নম্বর ওয়ান’ – চাপ নিচ্ছেন না সারা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : প্রায় দুই যুগ পর রিমেক হচ্ছে গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সিনেমা কুলি নম্বর ওয়ান। বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে নিয়ে রিমেক হতে যাওয়া সিনেমাটি একই নামে নির্মিত হচ্ছে। পুরাতন সিনেমার মতো এটিরও পরিচালনার দায়িত্বে থাকছেন ডেভিড ধাওয়ান।

রিমেকে সিনেমাটিতে গোবিন্দর চরিত্রটি রূপায়ন করছেন বরুণ। কারিশমার চরিত্রটিতে দেখা যাবে সারাকে। অন্যদিকে কাদের খানের চরিত্রটিতে পরেশ রাওয়াল অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ২০২০ সালে ১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

জনপ্রিয় সিনেমার রিমেক হওয়ায় স্বাভাবিকভাবেই এটি নিয়ে দর্শকের প্রত্যাশা থাকবে। তবে এ নিয়ে চাপ নিচ্ছেন না সারা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাইফ কন্যা।

সারা আলী খান বলেন, ‘সিনেমা, এর গান সবকিছুই আইকনিক সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত। তাই এটি অনেক কঠিন হবে। কিন্তু আমরা যদি চাপ নিই তাহলে সব গুলিয়ে ফেলব। গোবিন্দজি ও কারিশমাজির প্রতিটি দৃশ্য স্বতঃস্ফূর্ত এবং অনেক বিন্দাস ছিল। তারা শুটিং সেটে অনেক মজা করেছেন এবং সেটিই পর্দায় তুলে ধরা হয়েছে। এই বড় দায়িত্বটিই পালন করতে হবে। তবে এই মুহূর্তে এটি নিয়ে কোনো চাপ নিচ্ছি না।’

Leave a Reply

error: Content is protected !!