নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইয়াতীম শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান হল। এদিন জামাআতে ইসলামি হিন্দের ব্যবস্থাপনায় উত্তর ২৪ পরগনার রাইগাছি ইসলামি পাঠাগারে ইয়াতীম শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়। ২৪ জন ইয়াতিম ছাত্র – ছাত্রীর হাতে চেক তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকে প্রতি মাসে ১৫০০ টাকা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার পশ্চিমবঙ্গের কো – অর্ডিনেটর মাসুদ আলম। এদিনের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব, জামাআতের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
ফাউন্ডেশনের কো – অর্ডিনেটর মাসুদ আলম জানিয়েছেন রাজ্যে ৬৯৩ জন ইয়াতিম শিক্ষার্থীকে প্রতিমাসে ফাউন্ডেশন ১৫০০ টাকা করে স্কলারশিপ প্রদান করে আসছে।