Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দিল্লিতে ১৮ জানুয়ারি থেকে খুলছে স্কুল, বাংলায় কবে?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার জেরে দীর্ঘ ১১ মাস হয়ে গেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে ক্লাস হচ্ছে পড়ুয়াদের। কিন্তু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়, যেমন প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এ সব নিয়ে পড়ুয়ারা সংশয়ে পড়েছেন। সেই সংশয় কাটাতেই এই উদ্যোগ বলে মনে করছেন শিক্ষাবিদরা। আগামী ১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার অনুমতি দিল অরবিন্দ কোজরীবালের সরকার। তবে পাশাপাশি তারা এটাও জানিয়েছে, স্কুলে হাজিরার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে। যদি অভিভাবকরা চান, তা হলেই স্কুলে আসতে পারবে ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে প্রতিটি স্কুলকে কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, “স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোর করা হবে না। প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বোর্ড পূর্ববর্তী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটা গাইডলাইন তৈরি করবেন স্কুলের প্রধান শিক্ষক।”

এদিকে বাংলাতে কবে স্কুল খুলবে সেই দিকে তাকিয়ে রয়েছে পড়ুয়ারা। একাধিক ছাত্র সংগঠন সেই নিয়ে দাবিও তুলেছে। যদিও মমতার সরকার স্কুল খোলার ব্যাপারে এখনও কিছু জানায়নি। রাজ্যে সবকিছু ঠিকঠাক চললেও শুধুমাত্র স্কুল বন্ধ কেন রাখা হবে? এই প্রশ্ন এখন সবার মনে।

 

Leave a Reply

error: Content is protected !!