দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের তরুণ প্রজন্মকে গো-ভক্তিতে অনুপ্রাণিত করতে ‘গরু দত্তক স্কিম’ চালু করতে যাচ্ছে মধ্যপ্রদেশ সরকার। এ জন্য একটি মোবাইল অ্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপ্লিকেশনটির নাম ঠিক করা হয়েছে ‘অ্যাডাপ্ট-অ্যা-কাউ’। এই অ্যাপ থেকে পছন্দমতো গরু দত্তক নিতে পারবে যে কেউ।
মধ্যপ্রদেশ সরকারের এই স্কিম অনুযায়ী, যে কেউ ৩ লক্ষ টাকার বিনিময়ে সারাজীবনের জন্য একটি গরু দত্তক নিতে পারবে। অর্থনৈতিকভাবে অসচ্ছলদের জন্যও দত্তক নেওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে, এক বছরের জন্য দত্তক নিতে চাইলে ২১ হাজার এবং ১৫ দিনের জন্য ভরণ-পোষণের দায়িত্ব নিতে চাইলে ১৫০০ টাকা খরচ করতে হবে।