দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির এক বিধায়ক। এনআরসি ইস্যুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই মমতাকে একহাত নিয়েছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গেও এনআরসি বাস্তবায়ন করা হবে। মমতা যদি বাংলাদেশিদের এই রাজ্যে রাখতে চান, তাহলে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।
বিজেপির এই বিধায়ক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সামনে খারাপ দিন আসছে। তিনি যদি বাংলাদেশিদের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান, তাহলে তার উচিত বাংলাদেশে যাওয়া। যদি সাহস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে তার প্রধানমন্ত্রী হওয়া উচিত। পশ্চিমবঙ্গেও এনআরসি বাস্তবায়ন হবে এবং যারা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না; তাদের সম্মান জানিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।’