Tuesday, February 4, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কন্ঠরোধ! এনআরসি’র বিরুদ্ধে লাগাতার জোরালো আওয়াজ, “নো এনআরসি মুভমেন্ট” গ্রূপ বন্ধ করলো ফেসবুক

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: গনতন্ত্রের কন্ঠরোধ। এনআরসি’র বিরুদ্ধে লাগাতার জোরালো আওয়াজ তোলার জেরে হঠাৎই “নো এনআরসি মুভমেন্ট” গ্রূপ বন্ধ করলো ফেসবুক। মঙ্গলবার রাতে কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয় এই বলে অভিযোগ।

২০১৯ সালে স‍্যোশাল মিডিয়ায় এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এই গ্রূপ তৈরি করা হয়েছিল। অল্প দিনের মধ্যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় “নো এনআরসি মুভমেন্ট” গ্রূপ । সেই বছরই কলকাতায় এনআরসির বিরুদ্ধে ঐতিহাসিক র‍্যালীও করেন গ্রূপের সদস্যরা। বর্তমানে এই গ্রূপের সদস্য সংখ্যা ছিলেন ১ লাখ ৬৭ হাজার ৮০০ জন। কিন্তু হঠাৎ এই গ্রূপ বন্ধ করে দেওয়ার ক্ষোভে ফেটে পড়েছেন স‍্যোশাল মিডিয়া ব‍্যবহারকারীরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!