Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

হাথরসে এত জন সাংবাদিক গেলেন, গ্রেফতার করা হল শুধু মুসলিম সাংবাদিককে! অভিযোগ স্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরসে দলিত পরিবারের খবর করতে যাওয়ার পথে মথুরায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক সিদ্দিক কাপ্পান। তাঁর বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বলা হয়েছে, কাপ্পান এবং তাঁর তিন সঙ্গী পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) এবং তার শাখা সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া-র সঙ্গে যুক্ত।

কাপ্পান তাঁর স্ত্রী রেহনা সিদ্দিককে শেষ বার ফোন করেছিলেন ৪ অক্টোবর রাত ১২টার সময়ে। তার পর থেকেই ফোন বন্ধ সিদ্দিক কাপ্পানের। অনেক বার মেসেজ করেছেন রেহনা। পাল্টা ফোন করে চলেছেন রাত আড়াইটে থেকে। কিন্তু যোগাযোগ করা আর সম্ভব হয়নি সাংবাদিক স্বামীর সঙ্গে। ফোন বন্ধ জেনে তবু বার বার চেষ্টা করছেন যোগাযোগের।

সোমবার সংবাদমাধ্যমেই রেহনা জানতে পারেন, উত্তরপ্রদেশের হাথরসে দলিত পরিবারের খবর করতে যাওয়ার পথে মথুরায় গ্রেফতার হয়েছেন কাপ্পান। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকের কেরলের বাড়িতে ফোন করা হলে কাপ্পানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন রেহনা। বলছেন, ‘‘আমার স্বামী নির্দোষ। ও কখনও অন্যায় করেনি। দেশদ্রোহের অভিযোগ সত্যি নয়। ও শুধু সাংবাদিক হিসাবে সত্যিটুকু দেখাতে হাথরসে গিয়েছিল।’’

স্ত্রীর অভিযোগ, ‘‘মুসলিম হওয়ার কারণেই কাপ্পানকে ফাঁসানো হয়েছে। হাথরসে এত জন সাংবাদিক গেলেন, গ্রেফতার করা হল শুধু মুসলিম সাংবাদিককে। এখনও উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।’’ বাড়িতে নিয়মিত স্থানীয় সংবাদমাধ্যমের ভিড়। তার মধ্যেও প্রত্যেককে সাক্ষাৎকার দিচ্ছেন রেহনা। শাশুড়ির বয়স নব্বই বছর। তাঁকে এখনও জানানো হয়নি, ছেলে গ্রেফতার হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!