Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আর কিছুক্ষেই বলয়গ্রাস সূর্যগ্রহণ, ঢাকা পড়বে ৯৯ শতাংশ সূর্য!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর কিছুক্ষণের মধ্যেই তা শুরু হয়ে যাবে। উত্তর ভারতের একাংশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। আর কলকাতাবাসী দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ।

তবে আকাশ মেঘলা থাকায়, সূর্যগ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে রয়েছে সংশয়। এই সূর্যগ্রহণ না দেখলে, ফের সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২ বছর ৪ মাস। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ২০৩৪ সালে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ। সেজন্যই একে গভীরতম গ্রহণ বলে অভিহিত করা হয়েছে। প্রসঙ্গত আজ বছরের সবচেয়ে বড় দিন। বিজ্ঞানের পরিভাষায় “সামার সলস্টিস”।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!