দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলে বিপদে পড়লেন শ্রীনগরের মেয়র জুনেইদ আজিম মাট্টু। রাজধানী দিল্লি থেকে শ্রীনগরে ফিরতেই তাঁকে গৃহবন্দি করা হয়েছে। চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন জুনেইদ।
মোদী সরকার কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করায় মুখ খুলেছিলেন তিনি। দিল্লিতে দেওয়া এক সাক্ষাৎকারে জুনেইদ কাশ্মীরে ধরপাকড় এবং রাজনীতিকদের আটক করার নিন্দা করে কাশ্মীর উপত্যকা স্বাভাবিক হওয়ার আশা অবাস্তব বলে মন্তব্য করেছিলেন।
আরও পড়ুন : ‛গায়ের জোরে কাশ্মীরে সব ঠান্ডা রাখা হয়েছে’ – মুখ খুললেন শ্রীনগরের মেয়র
তিনি বলেছিলেন, ‛সড়কে কোনও লাশ পড়ে নেই, তার মানে এটা নয় যে, পরিস্থিতি স্বাভাবিক। তাঁর বক্তব্য, গায়ের জোরে কাশ্মীরে সব ঠাণ্ডা রাখা হয়েছে। তার মানে এই নয় যে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’