Latest Newsফিচার নিউজবিনোদন

সুশান্তের মৃত্যুতে উত্তপ্ত বলিউড! দায়ী কি সালমান খান? ট্যুইট করে জবাব দিলেন ভাইজান

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু, কারণ কাটাছেঁড়া করতে গিয়ে স্বজনপোষণের মতো বিষয় নিয়ে নতুন করে বিতর্কের ঝড়, এসব দেখে মনে হচ্ছিল সালমান খান যেন ব্যাকফুটে। বিহারের মজফফরপুর আদালতে ইতিমধ্যেই সালমানের নামে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। এদিকে সুশান্ত ভক্তদের আরও দাবি, বিয়িং হিউম্যান সংস্থা থেকে অবিলম্বে নাম সরিয়ে নেওয়া হোক অভিনেতার। তিনি এই সংস্থায় থাকার উপযুক্ত নন।

কিন্তু এত কিছুর পরেও সলমন কিন্তু ভীষণ ‘কুল’। অত্যন্ত মার্জিত ভাবে নিজের ভক্তদের ট্যুইট করে অনুরোধ জানিয়েছেন, ‘পাশে থাকুন সুশান্তের পরিবার, তাঁর অনুরাগীদের। ৩৪ বছরের একটা তাজা প্রাণ ফুরিয়ে গেল এভাবে। কষ্ট হতে বাধ্য। সেই কষ্ট থেকেই সবাই এত ক্ষোভ প্রকাশ করছেন। এগুলো ধরে কেউ এমন কিচ্ছু বলবেন না, যাতে ওঁরা আরও আঘাত পান।’ সালমানের এই ট্যুইট আসার পর অনেকেই বলছেন, সত্যিই, ক্যায়া কুল হ্যায় ভাইজান….!

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!