Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সিবিআই তদন্ত চাইলেন তাবরেজ আনসারির স্ত্রী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাবরেজ আনসারির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। আর এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১১ জনের উপর থেকে খুনের অভিযোগ তুলে নিয়েছে পুলিশ। তাবরেজ আনসারি মামলায় এ বার সিবিআই তদন্ত চাইলেন তবরেজ আনসারির স্ত্রী শাহিস্তা পারভিন।

শাহিস্তা বলেন, ‛আগে খুনের ধারায় মামলা করা হলেও পরে প্রশাসনের চাপে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করা হয়। আমার স্বামী গনপিটুনির শিকার। এখানে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। এই মামলায় সিবিআইয়ের তদন্ত করা উচিত।’

কয়েকমাস আগে ঝাড়খণ্ডে মোটরবাইক চোর সন্দেহে বেঁধে পেটানো হয় তাবরেজ আনসারিকে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২২ জুন হাসপাতালে মৃত্যু হয় তবরেজের। এর আগেও এই মামলায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে ২ পুলিশকর্তাকে।

Leave a Reply

error: Content is protected !!