Tuesday, October 8, 2024
দেশ

আজ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন, দেশজুড়ে উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস

ছবি :সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ দেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। তিনি একজন দক্ষ কূটনৈতিক, জ্ঞানী পণ্ডিত। কিন্তু এই এত পরিচয়ের পরেও অসম্পূর্ণ থেকে যায় তাঁর আসল পরিচয়। এই সব পরিচয় বাদ দিয়েও শেষ পর্যন্ত যে কারণে মনে রাখা যায় তাঁকে, তা হলো শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

নিজের জন্মদিন নিয়ে পণ্ডিতসুলভ ঔদাসীন্য ছিল রাধাকৃষ্ণণের। অত্যন্ত প্রিয় কিছু ছাত্রছাত্রী তাঁর জন্মদিনটিকে মনে রাখার মতো করে তুলতে চাইলে তিনি আবদার করলেন, শুধু তাঁর জন্য নয়, দিনটা উদযাপন হোক সমস্ত শিক্ষককে মনে রেখে। ব্যস! সেইদিন থেকে আজও ৫ সেপ্টেম্বর এলে শিক্ষক দিবস পালন করা হয়। আজ গোটা দেশজুড়ে শিক্ষক দিবস পালন করছে ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply

error: Content is protected !!