Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত তেলাঙ্গানা, মৃত ৩০

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই তেলাঙ্গানায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত তেলাঙ্গানার বহু এলাকা। প্রবল বৃষ্টিতে এখন জলের তলায় একাধিক জেলা। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের । এর মধ্যে ১৯ জনই গ্রেটার হায়দরাবাদের। এদিকে, উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও সেনা।

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে তেলাঙ্গানার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে ৷ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জেরে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি জেলা ও রাজ্যের রাজধানী হায়দরাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে হায়দরাবাদে হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!