Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

“সন্ত্রাসের রাজত্ব ক্ষণস্থায়ী হয়” – নাম না করে বিজেপিকে বিঁধলেন খোদ নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২০ আগস্ট: দেশজুড়ে চলছে অরাজকতা। কোথাও লাভ জিহাদের নাম করে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে। কোথাও ফ্রিজে গোমাংস রাখার অভিযোগে প্রাণ হারাতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। কোথাও আবার জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এসবের মাঝেই কেন্দ্রে ক্ষমতাসীন নিজ দল বিজেপির কথা মুখে না এনেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দিল্লিতে বসেই সোমনাথ মন্দিরের উন্নয়ন কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “ধ্বংসাত্মক শক্তি তথা সন্ত্রাসের মাধ্যমে আতঙ্কের পরিবেশ কায়েম করে যারা সাম্রাজ্য গড়ে তোলায় বিশ্বাস করে, তারা কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে ঠিকই। কিন্তু তার অস্তিত্ব কখনওই স্থায়ী হয় না। বেশি দিন ধরে তা মানবতাকে দমন করে রাখতে পারে না”।

স্পষ্ট করে দেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এদিন কোনও কথা বলেননি। তবে বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, ভারতের বর্তমান অরাজক পরিস্থিতির প্রেক্ষাপটেই এহেন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তার কারণও রয়েছে। সদ্য শেষ হওয়া সংসদ অধিবেশনে নানা ইস্যুতে মুখ পুড়েছে কেন্দ্রের। কৃষক আন্দোলন থেকে শুরু করে করোনা ভাইরাস। শেষ হয়েছে পেগাসাস কাণ্ড দিয়ে। মনে করা হচ্ছে, এহেন মন্তব্য করে নিজ দলকে সংযত হওয়ার বার্তাই দিলেন নমো।

 

Leave a Reply

error: Content is protected !!