দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফুটবলের জন্য বিখ্যাত ব্রাজিলে পাল্লা দিয়ে বাড়ছে মসজিদ ও মুসলমানের সংখ্যা। বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৫/৬ শতাংশ মুসলিম। অর্থাৎ প্রায় ১৭ লাখ মুসলমান রয়েছেন ব্রাজিলে। শতাংশের হারে মুসলমানের সংখ্যা কম মনে হলেও বর্তমানে ব্রাজিলে দ্রুত গতিতে বাড়ছে মুসলমানের সংখ্যা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ব্রাজিলের সাওপাওলোতে প্রতি মাসে গড়ে ৬ জন ইসলাম ধর্ম গ্রহণ করছেন বলে এক প্রতিবেদনে ওঠে এসেছে। সেখানে বর্তমানে মসজিদের সংখ্যা প্রায় ১৩০টি। ব্রাজিলের প্রতিটি শহরেই রয়েছে মসজিদ। যেখানে ২০০০ সালে মসজিদ ৪০টির মতো সেখানে এ সংখ্যা ৪ গুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০-এ।