Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

১৫ জুন পর্যন্ত বাড়ল লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নে মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনা নিয়ন্ত্রণের জন্য কড়া বিধিনিষেধ জারি করেছিল মমতা ব্যানার্জির সরকার। যাকে অনেকে আংশিক লকডাউন ‌বলছিলেন। কথা ছিল, ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত জারি থাকবে সেই বিধিনিষেধ। এবার সেই বিধি নিষেধের মেয়াদই আরও বাড়াল রাজ্য সরকার। জানিয়ে দিল ১৫ জুন পর্যন্ত জারি থাকবে কড়া বিধি।
অনেকেই এই পরিস্থিতিকে লকডাউনের সঙ্গে তুলনা করছেন। সেই নিয়ে ঘোর আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি জানালেন, ‘‌কেউ লকডাউন বলবেন না। এটা বিধিনিষেধ।’‌

 

 

তিনি বললেন, বাংলায় কিছুটা হলেও কমেছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞরা মনে করছে, কড়া বিধানের ফলেই এ রকম হচ্ছে। সে কারণেই আরও বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আগে যা যা বিধিনিষেধ ছিল, এখনও তাই থাকবে। জেনে নিন কী কী বিধি রয়েছে—
• সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস শুধু খোলা
• স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
• শপিং মল, সিনেমা হল, জিম, স্পা, পার্লার বন্ধ
• চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।
• মেট্রো, বাস, লোকাল ট্রেন বন্ধ
• বাজার, মুদির দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা
• মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা
• ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো
• জামা, কাপড়, গয়নার দোকান দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা
• ব্যক্তিগত গাড়ি, অটো, টোটো চালানো যাবে না
• বিয়ের অনুষ্ঠানে ৫০ জন উপস্থিতি থাকতে পারবেন
• সৎকারে ২০ জন উপস্থিত থাকতে পারবেন
• ওষুধের দোকান, চশমার দোকান সারা দিন খোলা থাকবে
• ই কমার্স ও হোম ডেলিভারিতে ছাড়
• চা বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ চলবে
• পাটি কারখানায় ৩০ শতাংশ কর্মী কাজ চালাবেন

 

 

Leave a Reply

error: Content is protected !!