Sunday, May 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষিক্ষেত্রের জন্যও আলাদা বাজেট করুক মোদী সরকার, দাবি কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:  কৃষিক্ষেত্রের জন্যও আলাদা বাজেট হোক। তাতে কৃষকদের সুযোগ–সুবিধার দিকে আরও বেশি নজর দেওয়া হোক। সোমবার কেন্দ্রীয় বাজেট পেশের দিন এই দাবিই তুললেন কৃষক নেতা রাকেশ টিকাইত।

গাজীপুর সীমান্তে কৃষকদের বিক্ষোভস্থলে দাঁড়িয়েই তিনি কিছু দাবি তুললেন—
• কৃষকদের ঋণ মকুব করা উচিত
• কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রকল্প আনা দরকার
• মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট–এর অধীনে কৃষি কাজের জন্য আলাদা বরাদ্দ করা হোক। এর ফলে কৃষিক্ষেত্রে শ্রমিকরা নিয়মিত মজুরি পাবেন।
• প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির আওতায় কৃষকরা বছরে ৬,০০০ টাকা পান। সেই টাকার অঙ্ক বাড়ানো হোক। মাঝারি এবং বড় কৃষকরাই এই সাহায্য পান। অবশ্যই যাঁদের নিজস্ব চাষজমি রয়েছে।
• পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশে জল ও বিদ্যুতের খরচ এক নয়। তাই বিল বাবদ এক এক রাজ্যের কৃষককে এক এক রকম আম চোকাতে হয়। অথচ ফসলের দাম সব জায়গায় এক। এর ফলে কোনও কোনও রাজ্যের কৃষকরা ক্ষতির মুখে পড়েন। এই বৈষম্য মিটিয়ে ফেলা হোক।
• কৃষির যন্ত্রপাতিকে করের আওতা থেকে মুক্ত করা হোক বলেও দাবি টিকাইতের।

 

Leave a Reply

error: Content is protected !!