দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লকডাউনে অনেকবারই সামনে এসেছে সম্প্রীতির নজির। কখন মুসলিম হয়েও হিন্দু মেয়ের বিয়ে দেওয়া। কাঁধে কাঁধ দিয়ে করোনার ভয় নিয়েও মৃত ব্যক্তিকে শশ্মানে নিয়ে যাওয়া। দুই সম্প্রদায়ের মাঝে এমন বেশ কিছু নজির দেখা গেছে। এমননি এক নজির দেখা গেলো শিবসাগরে। শিবসাগরের এক মুসলিম যুবতি হিন্দু ভাইয়ের মুখাগ্নি করলেন। যুবকের আত্মীয় স্বজন কেউ এগিয়ে না আসায় তিনি নিজেই এই কাজ হাতে তুলে নিয়েছেন। মুসলিম বোনের হিন্দু ভাই। ধর্ম তাদের মধ্যে প্রাচীন হয়ে দাঁড়ায়নি। সেই যুবক আচমকাই মারা যায়। সৎকারের জন্য এগিয়ে আসেনি আত্মীয় স্বজনরা। তাই মুসলিম বোন মুস্কান বেগম এগিয়ে এলেন। তবে এই ঘটনায় মুস্কান বেগম তেমন আমল দিচ্ছে না।
হিন্দু ভাইয়ের মুখাগ্নি কথা নিয়ে সংবাদমাধ্যমকে তেমন কিছু বলতে চায়নি। শুধু এইটুকু বলেছেন, তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। এর থেকে বেশি কিছু করেননি। তাই সংবাদমাধ্যমের সামনে তাঁর বলার কিছুই নেই। প্রিয় ভাইকে হারিয়ে তিনি এখন শোকে স্তব্ধ। কারো সঙ্গেই তেমন কথা বলছেন না তিনি।