Saturday, January 25, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

সমালোচনার জবাব দিলেন কামিন্স, কেকেআরের টাইট বোলিংয়ে হায়দরাবাদ থামল ১৪২-এ

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে তিন ওভার বল করে প্যাট কামিন্স খরচ করেন ৪৯ রান। এরপর সেদিন কার্তিক আর তাঁর হাতে বল তুলে দেওয়ার সাহস দেখাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সব সমালোচনার জবাব দিলেন কামিন্স। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কামিন্স ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দখল করেন ১টি উইকেট।

হায়দরাবাদের পক্ষে ডেভিড ওয়ার্নার ৩৬, মনিশ পান্ডে ৫১, ঋদ্ধিমান সাহা ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয়। কলকাতার তরফে প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট দখল করেন। আরেকটি উইকেট আসে রান আউটে। জয়ের জন্য কলকাতাকে করতে হবে ১৪৩ রান।

 

 

Leave a Reply

error: Content is protected !!