Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৭ বছর আগে বাতিল হওয়া আইনের ধারায় মামলা, মোদী সরকারের কীর্তিতে স্তম্ভিত সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৬৬-এ। সাত বছর আগেই আইনটি বাতিল করে দিেয়ছিল শীর্ষ আদালত। সেই আইনেই ১০০০-রও বেশি মামলা করা হয়েছে। মোদী সরকারের কীর্তি দেখে স্তম্ভিত শীর্ষ আদালত। এই নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য এই আইনে মামলা করা হলে পুলিশ সোশ্যাল মিডিয়ায় কোনও বিতর্কিত কিছু পোস্ট করলেই তাঁকে গ্রেফতার করতে পারে।

১০০০ টি মামলা তাও আবার ৭ বছর আগে বাতিল হয়ে যাওয়া আইনে। তাই দেখে রেগে আগুন তিন বিচারপতি। সোমবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ এই নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি আর নারিমন, বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। বাতিল হওয়া আইনে কীভাবে মামলা দায়ের। মামলার ধারা দেখে রীতি মতো চমকে উঠেছেন বিচারপতিরা।

কী করে কেন্দ্র এভাবে বাতিল হওয়া আইনে এতগুলো মামলা করতে পারেন। এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। এই নিয়ে কেন্দ্রকে নোটিসও পাঠিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। আগামী ২ সপ্তাহের মধ্যে মোদী সরকারকে এই নিয়ে জবাব দিতে বলা হয়েছে। এক এনডিওর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতেই ঘটনাটি প্রকাশ্যে আসে শীর্ষ আদালতের।

৬৬-এ আইনে ১০০০ টি মামলা দায়ের হয়েছে বিভিন্ন রাজ্যে। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে মহারাষ্ট্রে(৩৮১), তারপরে ঝাড়খণ্ডে(২৯১) এবং রাজস্থানে (১৯২টি)। এছাড়া অন্ধ্র প্রদেশে ৩৮টি, অসমে ৫৯িট, দিল্লিতে ২৮টি, কর্নাটকে ১৪িট, তেলঙ্গানায় ১৫টি এবং তামিলনাড়ুতে ৭টি ও পশ্চিমবঙ্গে ৩৭টি।

৬৬-এ ধারা বাতিল হয় ৭ বছর আগে ২০১৫ সালে। এইআইনকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছিল শীর্ষ আদালত। আইনে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। কারণ এই আইনে পুলিশ যেকোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত কোনও মন্তব্য বা পোস্ট করার জন্য। মানুষের বাক স্বাধীনতা এতে খর্ব হতে পারে বলে শীর্ষ আদালত আগেই আইনটি বাতিল করে দিয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!