Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

গেরুয়ার ছিটেফোঁটাও থাকবে না কলকাতায়! মোদী ঝড় রুখতে দুর্গ সাজাচ্ছেন মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে জোরকদমে বইতে শুরু করে দিয়েছে বিজেপি হাওয়া। নিজেদের পূর্ণশক্তি নিয়ে নীলবাড়ি দখলের লড়াইয়ে নেমে পড়েছে গেরুয়া শিবির। বারবার বাংলায় উড়ে আসছেন দিল্লির নেতারা। বিগত পঞ্চায়েত ভোটের সময় থেকে বঙ্গে গেরুয়া শিবিরের পদধ্বনি শুরু হয়েছিল। উনিশের লোকসভা ভোটে সেই পদধ্বনি আরও প্রকট হয়েছে। রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, বিগত এক দশকে এতটা টালমাটাল কখনও দেখায়নি মমতার তখতকে। নীলবাড়ির চোদ্দতলায় বসে কিছুটা হলেও স্নায়ুর চাপ অনুভব করছেন নেত্রী।

এই আবহেই আগামী রবিবার ৭ মার্চ ব্রিগেডে বিজেপির সমাবেশে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই একই দিনে উত্তরে দলের শক্তি বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে রোড শো করবেন তিনি। মহিলা কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলানোর পর কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী। এই আবহে কলকাতাকে তৃণমূলের পতাকায় মুড়ে ফেলার নির্দেশ দিলেন নেত্রী। উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে এই কর্মসূচি হবে।

রাজ্যে ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন বঙ্গ সফর গেরুয়া শিবিরের পালে হাওয়া জুগিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য নেতাদের কয়েকদিন অন্তর অন্তরই বাংলায় আসতে দেখা গিয়েছে। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।

মোদীর ব্রিগেডের আগে তারা প্রথম দুই দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে। নয়াদিল্লিতে আজই ৬০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। প্রার্থীদের ব্রিগেডের সমাবেশে হাজির করিয়ে কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে তত্‍‌পর বিজেপি। ব্রিগেড থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ভোটের রণকৌশল বাতলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করার জন্য ব্রিগেডকেই কাজে লাগাতে তত্‍‌পর বিজেপি।

এদিকে ওই একই দিনে শিলিগুড়ি থেকে প্রধানমন্ত্রীকে জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর শনি ও রবিবার মমতা যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। সেখানে রোড শো করার কথা তাঁর। রবিবার মোদির ব্রিগেড জনসভার দিন উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ তারিখ তাঁর শিলিগুড়ি যাওয়ার কর্মসূচি ঠিক হয়েছে। পরেরদিন অর্থাৎ ৭ তারিখ সেখানে রোড শো করার কথা তাঁর। এতে ভোটের আগে উত্তরবঙ্গে দলের সংগঠন আরও চাঙ্গা হবে বলেই মনে করা হচ্ছে। ৭ তারিখ মিছিলের পর কলকাতায় ফিরবেন মমতা। তৃণমূল সূত্রে খবর, পর দিন অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায়ও একটি মিছিলে যোগ দেবেন তিনি।

 

 

Leave a Reply

error: Content is protected !!