Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

এবার লড়াই তৃণমূল-বিজেপির বিরুদ্ধে! বাংলায় প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিধানসভা ভোটে বাংলার কিছু নির্দিষ্ট আসনে প্রার্থী দিতে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। রবিবার কলকাতায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দিলেন ঝাড়খণ্ডের পরিবহণ মন্ত্রী চম্পাই সোরেন।

শিবু সোরেনের দল এখন ঝাড়খণ্ডের শাসকদল। তাঁর ছেলে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী। গত ডিসেম্বরেই বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছেন হেমন্ত। এদিন দলের তরফে বলা হযেছে বাংলার বিধানসভা নির্বাচনে সাংগঠনিক জোর রয়েছে এমন কিছু আসনে প্রার্থী দেবে তারা।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব জানিয়েছেন তাঁদের লড়াই তৃণমূল ও বিজেপি দুই শক্তির বিরুদ্ধেই। কেন? জেএমএম-এর বক্তব্য, বাংলার মানুষ তৃণমূলের শাসনে অতিষ্ঠ। আর বিজেপি সাম্প্রদায়িক শক্তি।

ঘটনা হল, যে যে এলাকায় জেএমএম প্রার্থী দেবে বলছে, সেই সব এলাকাতেই লোকসভাতে বিপুল জয় পেয়েছেন বিজেপি। মূলত জেএমএম আদিবাসীদের দল। তাঁদের অধিকারের লড়াইই এই দলটার পুঁজি। ফলে আদিবাসী ভোট কেটে নিলে বিজেপির ক্ষতি হতে পারে আশঙ্কা রয়েছে।

একটা সময় বাম বিরোধী মহাজোটে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছিল তৃণমূলের দোসর। কিন্তু গত এক দশকে বাংলার রাজনীতির প্রেক্ষাপট বদলে গিয়েছে। সেই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মোর্চার এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও হেমন্তের শপথ অনুষ্ঠানে রাঁচিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ভোট ভাগাভাগি করতে তৃণমূলই হয়তো জেএমেএমের সঙ্গে তলে তলে আঁতাত করছে বলে কংগ্রেসের নেতাদের ধারণা।

Leave a Reply

error: Content is protected !!