Thursday, April 18, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

অস্ট্রেলিয়া সফরে বিপদ বাড়ল ভারতীয় দলের, হাত ভেঙে ছিটকে গেলেন মোহাম্মদ শামি

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জা। সঙ্গে প্রথম টেস্টে লজ্জাজনক হার। এহেন জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই ফের দুঃসংবাদ ভারতীয় শিবিরে। হাত ভেঙে বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামি।

অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্যাট কামিন্সের বাউন্সার শামির হাতে লাগে। মাঠেই যন্ত্রণাকতর দেখায় শামিকে। তিনি ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না। বল গিয়ে লাগে ডান হাতে কব্জির ঠিক উপরে। বাঁ-হাতে আর্মগাড থাকলেও ডান হাত অরক্ষিত ছিল।

ম্যাচের শেষে ক্যাপ্টেন বিরাট কোহলি শামির চোট নিয়ে জানান যে, ‘শামির হাতে যন্ত্রণা রয়েছে। ও হাত নাড়াতেই পারছে না। স্ক্যানের পরে সম্ভবত পরের দিকে জানা যাবে চোট কতটা গুরুতর।’ সূত্রের খবর শামির হাত ভেঙেছে। ফলে সিরিজের বাকি তিনটি টেস্টে মাঠে নামতে পারবেন না তিনি। বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

শামি না থাকলে ভারতের বোলিং বিভাগ দুর্বল হবে, এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এমনিতেই সিরিজে নেই ইশান্ত শর্মা। দুই অভিজ্ঞ পেসারের অভাব বাকি সিরিজে টের পাবে টিম ইন্ডিয়া। কোহলিও দেশে ফিরছেন। তাই পরের তিনটি টেস্টে ভারতের ব্যাটিং বিভাগও অনেকটাই দুর্বল হয়ে পড়বে।

Leave a Reply

error: Content is protected !!