দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজধানী আগরতলার অবস্থাও বেশ জটিল। রাজ্যের প্রধান করোনা হাসপাতালে অক্সিজেন লাইনে অন্তর্ঘাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। এবং এই ব্যপারে পুলিশ একজনকে জিঙ্গাসাবাদ শুরু করেছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা পদত্যাগ করেছেন। করোনা হাসপাতালের সুপারও পদত্যাগ করেছেন। হাসপাতালে উপচে পড়ছে করোনা রোগী। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদমাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
কয়েকটি মিডিয়াকে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রাজ্যের সাংবাদিকদের একটা অংশ। রাতারাতি তাঁরা দ্বারস্থ হয়েছেন রাজ্যপালের কাছে। সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‛রাশ টানার’ অভিযোগে সরগরম ত্রিপুরার রাজনীতি। যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবি, তিনি কোনও সংবাদমাধ্যমকে হুমকি দেননি। তাঁর অভিযোগ করোনা পরিস্থিতি নিয়ে দু’-একটা সংবাদমাধ্যম রাজ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছাড়াচ্ছে। যার কারণে করোনা আক্রান্তরা হাসপাতালে আসতে ভয় পাচ্ছে। এতেই বাড়ছে মৃত্যু। আতঙ্ক না ছড়ানোর আবেদন জানিয়েছেন তিনি।